ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কচ্ছপিয়ার তুলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ ২ যুবক আটক

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি || ১০:০৮ অপরাহ্ণ ॥ জুলাই ৬, ২০২৩

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড়ের তুলাতলী থেকে ৫ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে গর্জনিয়া ফাঁড়ি পুলিশ।
বুধবার ৫ জুলাই গভীর রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো,সাহাবুদ্দিন (৩০)।সে পশ্চিম ফাক্রিকাটা আবু তালেবের ছেলে। আটক অপর আসামী আবদুর রহিম ( ৩৫)। সেও পশ্চিম ফাক্রিকাটার গোলাম শরীফের ছেলে। তৃতীয় আসামী পলাতক। তার নাম পাওয়া যায়নি।
সূত্র জানায়,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানার নেতত্বে পুলিশ দল
অভিযানে নামে বুধবার রাত ১১ টার দিকে। এক পর্যায়ে তারা সন্ধান পান ৫ হাজার পিস ইয়াবা সহ ৩ আসামীর। এদের মধ্যে ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করতে সম্ভব হলেও অন্ধকার ও জঙ্গলাকীর্ণ পথ দিয়ে তৃতীয় জন দ্রুত পালিয়ে যায়। অভিযানে অংশ নেন,এস আই শরীফুল ইসলাম,এসআই দুলাল বড়ুয়াসহ পুলিশ দল।
রামু থানার অফিসার ইনচার্জ আনোরুল হোসাইন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি চোরাচালান,ইয়াবাসহ যাবতীয় মাদক ও অপরাপর অপরাধ দমনে সচেষ্ট রয়েছে
রামু থানা পুলিশ। তারই অংশ হিসেবে বুধবার রাতের এ অভিযান। ঘটনায় রামু থানায় মামলা দায়ের হয়েছে। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত আছে-থাকবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com