ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান

ওবায়দুল ইসলাম নীলফামারী প্রতিনিধি ঃ || ৬:৫২ অপরাহ্ণ ॥ জুলাই ৫, ২০২৩

নীলফামারীতে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।
বুধবার ৫ জুলাই নীলফামারী সদর উপজেলার কাজীরহাট বাজারে ওই অভিযান চালানো হয়। এ সময় মেসার্স নীরব স্টোর ও ভাই ভাই স্টোরে নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে জরিমানা আদায় করা হয়।

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে উভয় দোকান থেকে ১১ কেজি পলিথিন জব্দ করা হয়। জরিমানা আদায় করা হয় দোকান মালিক আবেদ আলির ৫শ টাকা ও আজিনুর রহমানের ২ হাজার ৫শ টাকা।
ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজোয়ান ইফতেকার।
সাথে ছিলেন, পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন,অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। তাই এগুলো মজুদ ও বাজারজাত না করার পরামর্শ দেন তিনি। এ সময় জনগনের মাঝে পলিথিনের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com