নড়াইলে কেএম ফজলুল হক ফাউন্ডেশন’র মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: || ৫:০১ অপরাহ্ণ ॥ জুলাই ৫, ২০২৩
নড়াইলে কেএম ফজলুল হক ফাউন্ডেশন’র মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে নড়াইল শহরের রূপগঞ্জ আরএম টু ক্যাফে’তে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফ মুনির হোসেন।
এ সময় বক্তব্য দেন সমাজসেবক সাহিন, নজরুল ইসলাম জমাদ্দার, সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু, রিপন, সুলতান মাহমুদ, অশোক কুন্ডু প্রমুখ। সভায় বক্তব্যে সুলতান মাহমুদ জানান, ফাউন্ডেশন’র কর্ণধর কেএম ফজলুল হক নড়াইলের সাধারণ রোগিদের জরুরী পরিবহন সেবা’র জন্য একটি এ্যাম্বুলেন্স প্রদান করবেন।