ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নির্বাচনে আ’লীগের উপকমিটির সাবেক সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

১০ জুন শনিবার বিকেলে ছেংগারচর পৌর আ’লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয় থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

পরে আ’লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন রতন ফরাজীর সভাপতিত্ত্বে ও যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আবু জাফর সরকার ডালিম, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, আওয়মীলীগ নেতা চাঁন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, প্রচার সম্পাদক মিজানুর রহমান মুফতি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছেংগারচর পৌরসাভা নির্বাচনে আরিফ উল্লাহ সরকারকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত। কিন্তু আমাাদের এ আনন্দ ধরে রাখতে হলে আামাদের বিজয়ের বিকল্প নেই। দেশের উন্নয়নের স্বার্থে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com