পঞ্চগড়ে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে।

গতকাল শনিবার সকালে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমির সহ সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু বক্তব্য দেন।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান জানান, ৪টি বিষয়ের ৭টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ‘ক’ বিভাগে প্রথম শ্রেণি থেকে ৫ শ্রেণির শিক্ষার্থী, ‘খ’ বিভাগে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে (যুব) ১৭ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। সংগীত, নৃত্য, একক অভিনয় ও আবৃত্তি বিষয়ে ৭টি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগীতে ছিল পঞ্চগীতি কবির গান, লোক সংগীত, দেশাত্ববোধক গান, ভাষার গান, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান (রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দীজেন্দ্র লাল রায়, রজণী কান্ত সেন ও অতুল প্রসাদ সেন), লোক সংগীত, দেশত্ববোধক সংগীত (ভাষার গান, স্বাধীনতা/মুক্তিযুদ্ধের গান)। নৃত্য প্রতিযোগিতায় ছিল লোক নৃত্য, সৃজনশীল নৃত্য, কথক, মণিপুরি, ভারত নট্যম ইত্যাদি। আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা ছিল উন্মুক্ত। জেলা পর্যায়ের প্রতি বিষয় ও বিভাগে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীকে আজ রোববার পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হবে। শুধুমাত্র প্রতিযোগিতার প্রতি বিষয় ও বিভাগে ১ম স্থান অধিকারী ৭ জন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। #

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *