ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরের লালপুরে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ বর্ণা

নাটোর প্রতিনিধি, || ১১:১৫ অপরাহ্ণ ॥ জুন ১০, ২০২৩

নাটোরের লালপুরে একসঙ্গে ৩ কন্যা শিশুর জন্ম দিয়েছেন বর্ণা খাতুন (২৩) নামে এক গৃহবধূ। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছে বলে কর্মরত চিকিৎসক জানিয়েছেন।

শনিবার সকালে লালপুর উপজেলার গোপালপুরে বেসরকারি মুক্তার জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে তিনটি জমজ কন্যা শিশুর জন্ম দেন ওই মা। বর্ণা খাতুন উপজেলার নবীনগর গ্রামের দিনমজুর রেজাউল করিমের স্ত্রী । আজ ভোরে প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাকে মুক্তার জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকের পরামর্শে সিজারের মাধ্যমে গর্ভ থেকে একে একে তিনটি কন্যা শিশু জন্ম নেয়। বর্তমানে হাসপাতালে মা সহ শিশুরা সুস্থ আছে। শিশুদের বাবা রেজাউল করিম জানান, আমাদের যমজ তিন কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার আরো একটি ৪ বছর বয়সী এক কণ্যা সন্তান রয়েছে। এখন মোট ৪টি কণ্যা সন্তানের বাবা হলাম। এজন্য আমিসহ আমার পরিবার আনন্দিত। আল্লাহর রহমতে মা ও সন্তানরা সবাই সুস্থ রয়েছে। তিনি আরও জানান, আমি গরিব মানুষ। রাইস মিলে দিনমজুরির কাজ করে কোনো রকমে সংসার চালাই। এখন চার মেয়েকে কিভাবে দুধসহ আনুষঙ্গিক খরচ মিটাবো এ চিন্তায় আছি। এব্যাপারে মুক্তার জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন জানান, বর্ণা খাতুনের সিজারের মাধ্যমে তিনটি যমজ কন্যা সন্তানের জন্ম হয়েছে। বর্তমানে মা ও তিন যমজ শিশু সুস্থ রয়েছে ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com