নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ’র (৭-১৩জুন) উদ্বোধন হয়েছে। নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হচ্ছে।
বুধবার (৭ জুন) সকালে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মার্শিয়া আহমেদর এর সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু , ডাঃ ইসমাইল হোসেন বাপ্পী, স্যানেটারী ইনসপেক্টর সুশান্ত দত্ত প্রমুখ। স্যানেটারী ইনসপেক্টর সুশান্ত দত্ত জানান, সপ্তাহব্যাপি জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন কর্মসূচীর ২য় দিনে শিশুদের চিত্রাংকন ও আলোচনা সভা, ৩য় দিন এতিমদের মাঝে খাবার বিতরণ, ৪র্থ দিন মাতৃপুষ্টি ও আলোচনা সভা, ৫ম দিন নিউট্রেশন কুইজ প্রতিযোগিতা, ৬ষ্ঠ দিন প্রবীণ পুষ্টি ও আলোচনা এবং আগামী ১৩ জুন অনুষ্ঠানের ৭ম দিন অর্থাৎ শেষ দিনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।