খাগড়াছড়ির মানিকছড়িতে কাভার্ডভ্যান ও আমভর্তি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটো ড্রাইভারসহ দুইজন নিহত হয়েছে। শনিবার ১০ জুন সকালে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, মানিকফড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম।।
নিহতরা হলেন, অটোরিক্সা চালক মো. আলী আজগর (৩২) ও আম ব্যবসায়ী আব্দুল মোতালেব (৩৫)। নিহত দুজনই চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মুনিয়াপুকুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বলেন, শনিবার সকালের দিকে উপজেলার তিনটহরি বাজার থেকে আম নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিক্সাটি। পথে অটোরিক্সাটি গাড়িটানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে আসা কভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম ভর্তি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও আম ব্যবসায়ীর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কভার্ডভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।