ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নীলফামারী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেফতার

ওবায়দুল ইসলাম নীলফামারী ঃ || ৮:১৫ অপরাহ্ণ ॥ জুন ৯, ২০২৩

গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ নীলফামারী বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। ওই অভিযানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে ১৯ জন আসামী গ্রেফতার করে। এরমধ্যে নীলফামারী থানায় নিয়মিত মামলায় ১জন ও সি আর ওয়ারেন্ট মুলে ১জন গ্রেফতার করা হয় ।

সৈয়দপুর থানার নিয়মিত মামলায় গ্রেফতার ২ জন। কিশোরগঞ্জ থানার ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার ২ জন; সি আর ওয়ারেন্ট মূলে গ্রেফতার ১ জন। ডোমার থানার নিয়মিত মামলায় গ্রেফতার ১ জন। ডিমলা থানার নিয়মিত মামলায় গ্রেফতার ৪ জন; সি আর ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৩ জন। জলঢাকা থানার পুলিশ আইন ৩৪ ধারা গ্রেফতার ১ জন; সি আর ওয়ারেন্ট মূলে গ্রেফতার ৩ জন।
এদিকে ১২ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com