মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা যুবলীগ নেতা ও ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দীন মিয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ৮ই জুন বিকেলে পৌরসভার, ঝিনাইয়া,
তালতলী ও ঘনিয়ারপাড়সহ বিভিন্ন এলাকায় আ’লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
মেয়র প্রার্থী আলহাজ্ব নাছির উদ্দীন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি।
পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। আমার কাজের মূল্যায়ন করে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে স্মার্ট পৌরসভা গড়ে তুলবো। ছেংগারচর পৌরসভা ১ম শ্রেণির হলেও উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। আমি যদি মনোনয়ন পাই তাহলে শতভাগ জয়ের আশাবাদী। আমি নির্বাচিত হলে, পৌরসভা থেকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো এবং শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।
এসময় আ’লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ জুলসই এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।