পঞ্চগড়ে অংশীজনদের দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি || ৪:৪০ অপরাহ্ণ ॥ জুন ৮, ২০২৩
পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা বাস্তবায়নে অংশীজনদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত বুধবার বিকালে পঞ্চগড় শহর সমাজসেবা অফিসের হলরুমে শহর সমাজসেবা অফিস আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
কর্মশালায় স্ব স্ব পেশায় থেকে দক্ষতা উন্নয়নের কৌশলগুলো সর্ম্পকে ধারণা দেন সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, পৌরসভার মেয়র জাকিয়া খাতুন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. ওয়ালিউল হক। কর্মশালায় ঋণগ্রহীতা, ভাতাভোগী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সমাজ সেবা দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।