পঞ্চগড়ে যক্ষা রোগ বিষয়ে ওরিয়েন্টেশন
পঞ্চগড় প্রতিনিধি || ৬:০৮ অপরাহ্ণ ॥ জুন ৭, ২০২৩
পঞ্চগড় অপিনিয়ন লিডারদের যক্ষা রোগ বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিএলএমআইবি ওই ওরিয়েন্টেশনের আয়োজন করে।
গতকাল বুধবার সকালে পঞ্চগড় টিএলএমআইবি হলরুমে ওরিয়েন্টেশন উদ্বোধন করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার (টিবি) ডা. কেএম রুখশাদ আসিফ জামান, টিএলএমআইবি’র প্রজেক্ট ম্যানেজার আবু আল হেলাল, জেলা টিবি কন্ট্রোল অফিসার পাউলুস হাসদা, সদর উপজেলা টিবি কন্ট্রোল অফিসার প্রদীপ কুমার রায় প্রমূখ। ওরিয়েন্টেশনে মসজিদের ইমাম, পল্লী চিকিৎসক, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।