নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
নাটোর প্রতিনিধি || ৬:৪৮ অপরাহ্ণ ॥ জুন ৭, ২০২৩
নাটোরে বুধবার থেকে প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। নাটোর শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
এ সময় জেলা প্রশাসক বলেন, ক্রীড়া-বান্ধব বর্তমান সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়াদল সুনাম বয়ে আনছে। এ ধারা ভবিষ্যতের দিনগুলোতে আরো বেগবান হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান ,জেলা ক্রীড়া অফিসার রফিকুল সহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম জানান, টুর্ণামেন্টে জেলার সাতটি উপজেলার ২০টি কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করছে। আগামী ১২ জুন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।