পঞ্চগড়ে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় স¤প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা ইসলামিক ফাউন্ডেশন ওই কর্মশালার আয়োজন করে। সকালে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. শামীম সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান। প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশিক্ষক আবু সায়েম। প্রশিক্ষণে মুসলমান, হিন্দু ও খ্রীস্টান ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, দেশে যাতে কোনোভাবেই উগ্রবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাÐ ফিরে না আসে-এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিতভাবে মসজিদের খতিব, ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা তাদের আলোচনা, বয়ান ও খুতবায় মানুষকে মাদক, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, ভিন্ন ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য প্রদান, সন্ত্রাস-জঙ্গিবাদ সহ নানাবিধ সামাজিক সমস্যার কুফল বিষয়ে জনগণকে সচেতন করে বক্তব্য রাখছেন। দেশে অধিকাংশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট মসজিদ সমূহ শিগগিরই চালু হবে। এসব মসজিদের প্ল্যাটফরম ব্যবহার করে দেশের প্রান্তিক পর্যায়ের খতিব, ইমাম ও ধর্মীয় আলোচকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা গেলে অনেক সামাজিক সমস্যার সমাধান করা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *