ভালুকায় বিশ্ব পরিবেশ দিবসে র্যালী ও আলোচনা
মোঃআক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি: || ৫:২১ অপরাহ্ণ ॥ জুন ৫, ২০২৩
‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিকের দোষণ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভালুকায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখা পৃথকভাবে দিবসটি পালন উপলক্ষে র্যালী ও আলোচনার আয়োজন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ এরশাদুল আহমেদ’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইসচেয়ারম্যন রফিকুল ইসলাম পিন্টু, সেলিনা রশিদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অপরদিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখার আহবায়ক এ্যাড. শাহ মো. আশরাফুল হক জর্জের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামালের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটার কলেজের অধ্যক্ষ এ আর শামসুর রহমান, উপজেলা মুক্তি আলোচনায় যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, প্রফেসর আফতাব উদ্দিন, ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, আওয়ামীলীগ নেত্রী মাহমুদা সুলতানা মুন্নি উপস্থিত ছিলেন।