বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ্যাসোসিয়েশন অফ ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এ্ডাব) এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ্ডাব বাগেরহাটের সভাপতি ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন, বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদারন। এসময় আরো বক্তৃতা করেন এ্ডাব, খুলনার সমন্বয়কারী রেজাউল করিম, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, এডাব বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি আব্দুস ছালাম, সাংবাদিক ইয়ামীন আলী, আজাদুল হক, শেখ শাকির হোসেন, বাধন এর নির্বাহী পরিচালক মনজুরুল আহসান মিলন, এডাব সদস্য মনজুরুল ইসলাম, রূপান্তরের শিল্পী আক্তারসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের নির্বাহী গন উপস্থিত ছিলেন।
সভায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসনে করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় নাগরিকদের জন্য বরাদ্দ ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করতে হবে। জনগনকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। জনগণ সচেতন হলে দেশে দূর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা অনেক সহজ হবে বলে দাবি করেন বক্তারা।