ইসলামপুরে ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার

জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির বয়েজ হোস্টেলের আবাসিক হলের শিক্ষার্থীদের জিম্মি করে কক্ষ দখল করে মাদকদ্রব্য সেবনসহ কলেজের টবে গাঁজার গাছ চাষ করার ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সদস্য রিফাত ফারাজি ও ইসলামপুর শহর ছাত্রলীগের ৭নং ওয়ার্ড সভাপতি রায়হান। তারা দুইজনেই শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রথম বর্ষের ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
রোববার (৪ জুন) বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক আলহাজ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিফাতকে উপজেলা ছাত্রলীগের সদস্যপদ ও রায়হানকে ইসলামপুর শহর শাখা ছাত্রলীগের ৭নং ওয়ার্ডের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
এছাড়াও কেনো তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণসহ আগামী সাত কার্যদিবসের মধ্যে উপজেলা ছাত্রলীগের দপ্তর শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।”
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তাঁদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে,গত শুক্রবার (২ জুন) রাতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির বয়েজ হোস্টেলের আবাসিক হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি ৫ম ব্যাচের ছাত্র রিফাতের কলেজের বয়েজ হোস্টেলের কোন সিট না থাকলেও ছাত্রদের রুমে প্রতিনিয়ত ডুকে তাদের জিম্মি করে মাদক সেবন, টবে গাঁজা চাষ করে। কলেজের আবসিকে ২১৪ নং কক্ষের রাফি,তন্ময় জানায়, কলেজের ৫ম ব্যাচের প্রথম বর্ষ ছাত্র রিফাত ও শহরের ৭ নং ওয়ার্ডের রায়হান নামে ছাত্রলীগের নেতা তাদের কক্ষে প্রতিনিয়ত এসে মাদক সেবন সহ বিভিন্ন অসামাজিক কাজ করে। তাদের অপকর্ম বাঁধা দিতে গেলে মারধর সহ প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এসব ঘটনা জেরে গত ২জুন সন্ধ্যায় রিফাত তার বাহিনী নিয়ে কলেজের ২য় বর্ষের ছাত্র দায়নুল ইসলাম জীবন (১৯)উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত দায়নুল ইসলাম জীবনের অভিযোগ, কলেজের বয়েজ হোস্টেল অসামাজিক কাজ করার বাঁধা দেওয়ায় রিফাত তার উপর আক্রমণ করেছে।
হামলার পর খবর পেয়ে ঘটনা দিন গভীর রাতে ইসলামপুর থানা পুলিশ ও জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বয়েজ হোস্টেলের আবাসিক কক্ষে গভীর রাতভর তল্লাশি চালান। এ সময় আবাসিক হলের বারান্দার টবে চাষ করা একটি গাঁজার গাছসহ আবাসিক বিভিন্ন কক্ষে থেকে সাতটি মদের বোতল, মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *