ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ফুলবাড়িতে মাদকসহ-এক নারী মাদক কারবারি আটক

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি- || ১০:০২ অপরাহ্ণ ॥ জুন ৩, ২০২৩

কুড়িগ্রাম পুলিশ সুপার এর নির্দেশ ক্রমে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে ফুলবাড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে,১হাজার ৫০পিচ টাপেন্টাডল ট্যাবলেট(মাদক) সহ নারী মাদক কারবারি কে আটক করে।

জানাযায়,০২(জুন) শুক্রবার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের মাদক উদ্ধার কারী একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা এলাকায় অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারি কে,১ হাজার ৫০ পিচ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট ইয়াবার বিকল্প (মাদক)সহ-হাতেনাতে আটক করে।আটককৃত ওই নারী মাদক কারবারি বগুড়া জেলার শিবগঞ্জ থানার লক্ষিখোলা দহপাড়া এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মোছাঃ সুমনা আক্তার সাথী(২৮)।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান জানান আটককৃত ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

<