নাইক্ষ্যংছড়িতে পানিতে পড়ে এক শিশু শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
আরিফুল ইসলাম(৬) আদর্শ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
মৃত আরিফুল নাইক্ষ্যংছড়ি সদরের আদর্শ গ্রামের মোক্তার আহমদের ছেলে।
মোক্তার আহমদ সাংবাদিক দের জানান শুক্রবার- বিকেলের দিকে তার স্ত্রী হাফসা বেগম বাড়ির পাশের একটি পুকুরে কাপড় ধৌত করতে গেলে তার ছেলে আরিফুল ইসলামও পিছু নেয়। এক পর্যায়ে মা আরিফকে গোসল করিয়ে পুকুরের কূলে তুলে দিয়ে কাপড় কাঁছতে থাকে।
কিছুক্ষণ পর ছেলের আওয়াজ শুনতে না পেয়ে মা খুঁজতে থাকে আরিফকে। সময় গড়িয়ে যায় আধ ঘন্টা। একবার বাড়িতে আবার পুকুরে। শেষ পর্যন্ত মায়ের কাপড় ধোয়ার সেই ঘাটের পাশে ভেসে উঠে আরিফের লাশ। দেখে মাও অজ্ঞান হয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করালেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আরিফুল ইসলামকে শুক্রবার রাত ৮ টার দিকে স্থানীয কবরস্থানে দাফন করা হয়।