ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

সৈয়দপুরে চোরচক্রের তিন সদস্য মালামালসহ গ্রেফতার

ওবায়দুল ইসলাম, নীলফামারী ঃ || ৬:১০ অপরাহ্ণ ॥ জুন ১, ২০২৩

নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর দিকনির্দেশনায় সৈয়দপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোআর আলম এর নের্তৃত্বে ওসি সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করে।
এসময় উদ্ধার করা হয় একটি গরু ও একটি মোটরসাইকেল । সোর্সের দেয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের কাজী পাড়া থেকে চোর নুর আলম ওরফে ছোট বাবু ও রায়হানুল ইসলামকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। পরে বোতলাগাড়ী এলাকা থেকে গরুসহ চোর খাদেমুল ইসলামকে গ্রেফতার করে থানা পুলিশ।
এতে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম।
বৃহস্পতিবার সকালে থানায় এক প্রেস ব্রিফিংয়ে অভিযান চালিয়ে চুরিকৃত মালামাল উদ্ধার ও চোরকে গ্রেফতার বিষয়ে সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান হয়।
এ সময় তিনি শহরের আইন শৃংখলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মফিজুল ইসলাম।
ওসি সাইফুল ইসলাম জানান,৩১ মে নিজ প্রতিষ্ঠানের সামনে মোটরসাইকেল রাখলে সেখান থেকে সেটি চুরি যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে সোর্সের তথ্যমতে শহরের মিস্ত্রীপাড়া থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চোরকে। অপরপাশে সাহেবপাড়া থেকে ২০ মে জাহিদ নামে এক ব্যক্তির একটি বিদেশী গরু চুরি যায়। পরে বোতলাগাড়ী ইউনিয়ন থেকে গরুসহ চোরকে গ্রেফতার করে পুলিশ।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com