ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ইসলামপুরে নবজাতকের মরদেহ উদ্ধার

ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি : || ৭:৩১ অপরাহ্ণ ॥ জুন ১, ২০২৩

ইসলামপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়,বৃহস্পতিবার দুপুরে স্হানীয় লোকজন ব্রহ্মপুত্র নদীর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া নামক এলাকা একটি নবজাতকের মরদেহটি পরে থাকতে দেখে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নবজাতকের লাশটি উদ্ধার করে।

এব্যাপারে ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে কলাগাছের খোল(ডঙ্গা) শুইয়ে রাখা অবস্থায় একটি ছেলে নবজাতকের মরদেহ টি উদ্ধার করা হয়। এখনো পরিচয় পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: