ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

লালমনিরহাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ চালক ও সহকারী আটক

লালমনিরহাট প্রতিনিধি।। || ২:২১ অপরাহ্ণ ॥ মে ৩১, ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজ থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মাইক্রোবাসসহ চালক শান্ত মিয়া (২৪) ও সহকারী শ্রাবণ ইসলাম(১৯) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০মে) রাত ৮টার দিকে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারাজের পাঁচ নম্বর চেকপোস্ট থেকে ফেন্সিডিলসহ মাইক্রবাসটি আটক করা হয়।

আটককৃতরা হলেন পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মাইক্রোবাসের চালক শান্ত মিয়া ও একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে সহকারী শ্রাবণ ইসলাম।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের পাটগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো- চ ৫১-৬৫৪১ নম্বরের একটি মাইক্রোবাস রংপুর যাওয়ার পথে দোয়ানি চেকপোস্টে সন্দেহজনক আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা একটি বস্তা থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পরে গাড়িতে থাকা গাড়িতে থাকা সকল যাত্রীদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে করে জানা যায়, ড্রাইভার শান্ত ও হেলপার শ্রাবন মাদকের চালানটি রংপুরের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে।

হাতীবান্ধা দোয়ানী ফাঁড়ি ইনচার্জ দিপ্ত কুমার সিং বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাইক্রোবাস তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চালক ও সহকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ফেন্সিডিল গুলো তারাই রংপুরু নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে হাতিবান্ধা থানায় প্রেরণ করা হলে সেখানে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com