ছেংগারচর পৌরসভার তফসিল ঘোষণা, ১৭ জুলাই নির্বাচন
সুমন আহমেদ : || ১১:১৬ অপরাহ্ণ ॥ মে ৩১, ২০২৩
চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ জুন রবিবার। মনোনয়ন প্রত্র যাচাই বাচাই ১৯ জুন সোমবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন রবিবার।
বুধবার ৩১ মে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০(১) এর বিধি অনুযায়ী নির্বাচন কমিশন চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভার মেয়র,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য পদে ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জারী করা হয়েছে।
উল্লেখ্য গত ৫ এপ্রিল ১৯৯৮ সালে ছেংগারচর পৌরসভা স্থাপিত হয়। এতে ১ম ও ২য় বার বিএনপি সর্মথিত আমেনা বেগম নির্বাচিত হন। ২০১১ সালে ১৮ জানয়ারীতে তৃতীয়ার আওয়ামীলীগের হাজী বিল্লাল হোসেন নির্বাচিত হয়। পরে ২ মাস ২৭ দিনপর তার মৃত্যু হলে পদটি শূন্য হয়ে যায়। তার মৃত্যুর পর হাজী রুহুল আমিন মোল্লা (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করেন। ৭ আগষ্ট উপ-নির্বাচনে আওয়ামী লীগের রফিকুল আলম জর্জ নির্বাচিত হয়। মামলা জটিলতায় ৫ বছরের অধিক সময় কেটে যায়। রফিকুল আলম জর্জ এলাকায় না থাকার কারনে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান বেপারী। গত ২১ এপ্রিল ২০২২ তারিখে প্রশাসক হিসেব উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসারকে প্রশাসকের দায়িত্ব পালন করেন।
ছেংগারচর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩শ ৩১ জন। এর মধো পুরুষ ১৬হাজার ৯ শ ৯৪ জন ও, মহিলা ১৬ হাজার ৩শ ৩৩জন। ভোটকেন্দ্র ১৬ টি। এর মধো একটি অস্থায়ী।