ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বাসাইলে গরু খামারিদের সাথে ওসি’র মতবিনিময়

মাসুদ রানা(টাঙ্গাইল)প্রতিনিধিঃ || ১২:৩৫ অপরাহ্ণ ॥ মে ৩০, ২০২৩

কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি রোধে গরুর খামারী ও ব্যবস্যায়ীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্তে সচেতনতামূলক মতবিনিময় সভা করেছে টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ।
মঙ্গলবার (৩০মে) সকাল ১১টায় বাসাইল থানার আয়োজনে থানা হলরুমেএই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাসাইল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ফারুক আহমেদ,বাসাইল থানার ওসি তদন্ত আবু হানিফ সরকার,বাসাইল রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার প্রায় শতাধিক খামারি অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসময় কোরবানির ঈদকে ঘিরে গরু চুরি ও ডাকাতি বন্ধে নানামুখী পদক্ষেপের পাশাপাশি পুলিশি তৎপরতা বৃদ্ধির কথা তুলে ধরে বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান খামারীদের উদ্দেশ্য বলেন, আমাদের কৃষি প্রধান দেশে কৃষকের মুল চালিকাশক্তি হলো গরু। একটি গরু বা খামার মালিকরা গরু লালন পালন করতে গিয়ে সারাজীবনের পুঁজি বিনিয়োগ করতেও দ্বিধা করেন না। দেশের গরু মালিকেরা অনেকেই ব্যাংক লোন নিয়ে গরু কিনে লালন পালন এবং খামার গড়ে তুলেছেন। এই গরু গুলো চুরি হলে ঐ কৃষক বা খামারির সবশেষ হয়ে এবং সর্বস্বান্ত হয়ে যায়। এসময় তিনি যারা চুরি করবে বা চুরিতে সহযোগীতা করবে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী প্রদান করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com