ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, “ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে সড়যন্ত্র \ মার্কিন ভিসানীতি নিয়ে সব দল ব্যস্ত কিন্তু কৃষকের এ নিয়ে কোন মাথা ব্যাথা নেই কারণ তারা তাদের ছেলেমেয়েদের বিদেশে পড়ায় না। তারা চায় তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য। তারা উদ্বিগআন বাজেটে কৃষকের জন্য কি আসছে। আইএফএম-এর শর্ত মেনের কৃষিতে ভতুর্কি তুলে নেযা হবে কিনা। সার , জ্বালানী তেলের দাম কমানো হবে কিনা। অনেক কষ্ট করে উৎপাদিত ধান-চাল, পিয়াজ, সব্জিসহ সকল পণ্যের ন্যায্য দাম তারা পাবে কিনা। কারণ শতকরা ৬২ ভাগ ব্যবসায়ীর পার্লামেন্টে কৃষক ক্ষেতমজুর-গরিব ও গ্রামের মানুষের কথা হয় না। হয় কেবল দলের কথা, নেতা-নেত্রীর কথা। অর এ কারণেই তারা নির্বাচন-পার্লামেন্ট নিয়ে আগ্রহ হারিয়ে পেলেছে। এই সংসদকে অর্থবহ করতে হলে সেখানে কৃষক-কেক্ষতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।” তিন মঙ্গলবার বিকেলে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় দুই দিন ব্যাপী জাতীয় কৃষক সমিতির ৭ম জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, উত্তরবঙ্গ আখ চাষ িসমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ওয়ার্কাস পার্টি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, জাতীয় ৃষক সমিতির জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিংক: রাসেদ খান মেনন এমপি, ওয়াকার্স পার্টি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com