ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

লালমনিরহাটে হোটেলের ডাল-পরোটা খেয়ে ২২ জন অসুস্থ

লালমনিরহাট প্রতিনিধি।। || ৮:২৬ অপরাহ্ণ ॥ মে ২৮, ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারের একটি হোটেলে সকালের নাস্তায় পরোটা-ডাল খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৮ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সকালে দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান হোটেল ও রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার পর বিকেলে অসুস্থ হন তারা।

জানা গেছে, শনিবার সকালে রেদওয়ান রেস্টুরেন্টের পরোটা-ডাল খেয়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর ঐ ব্যক্তিদের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় শনিবার রাতে ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, অসুস্থদের মধ্যে কেউ এখনো থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐ হোটেলসহ আশপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com