ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

লালমনিরহাটে চালের বস্তায় মিললো ৩৮ লক্ষ টাকা

লালমনিরহাট প্রতিনিধি।। || ৪:৩৪ অপরাহ্ণ ॥ মে ২৮, ২০২৩

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে ৩৮ লক্ষ টাকা উদ্ধার করেছে লালমনিরহাট থানা পুলিশ। এ সময় মমিনুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুরে থানা পুলিশের একটি দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালন কালে এসআই আঙ্গুর ঢাকাগামী নাবিল পরিনহন নামে একটি কোচ থেকে এই টাকা গুলো উদ্ধার করেন বলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবক আমিনুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কিসামত তবকপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ আলমগীর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের পুলিশের একটি দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় দায়িত্ব পালন করছিল। দুপুরের দিকে কুড়িগ্রামের চিলমারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহন নামে একটি কোচ তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় আসলে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। পরে বাসের লাগেজ বক্সে একটি চালের বস্তা থেকে ৩৬টি এক হাজার ও ৪টি পাঁচশত টাকার নোটসহ মোট ৩৮ লক্ষ টাকা উদ্ধার করে।

এ সময় টাকার মালিক মমিনুল ইসলাম নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।আটক যুবককে ও টাকা গুলো থানায় নিয়ে আসা হয়েছে। উপযুক্ত প্রমান পেলে তবেই তাকে টাকাসহ ছেড়ে দেয়া হবে নতুবা তার বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।

টাকার মালিক আটক যুবক মমিনুল ইসলাম জানায়, তার মামা শাহিনুর আলমগীর উলিপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক। পাশাপাশি তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার। টাকা গুলো মুলত তারই। তিনিই তাকে টাকা নিয়ে ঢাকায় পাঠাচ্ছিলেন তার ঠিকাদারের কাজের জন্য কিছু মালামাল ক্রয়ের জন্য। কিন্তু পথিমধ্যে পুলিশ তাকে টাকাসহ আটক করে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে জানিয়েছে টাকা গুলো তার মামার। তার মামা একজন ঠিকাদার। তাই ঠিকাদারী কিছু জিনিস কেনার জন্য টাকা গুলো সাবধানে এভাবে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তারপরেও সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com