চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। রবিবার ২৮ মে দুপুরে ভূমি সপ্তাহের সমাপনী দিনে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত স্মার্ট সেবা ও সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-এমরান।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সহজে সেবা পেতে পারে সেজন্য সরকার নানামূখী পদক্ষেপ নিয়েছে। এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সেবা নিতে পাড়েন।
তিনি আরো বলেন, আপনাদের ভূমি বিষয়ে যত প্রকার সমস্যা আছে তা আমার কাছে নিয়ে আসবেন। সমস্যা নিয়ে বাড়িতে বসে থাকলে হবেনা। আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সর্বদা আছি।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সেবা গ্রহীতা নজরুল ইসলাম প্রমুখ।