জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা, কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের আবেদন বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত বুধবার (২৪ মে) ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয় ১৯৭৫ সালে ২২ শে মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ১৯৭৫ সালে ১৫ আগস্ট সর্বকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদৎ বরণ করায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম কাঙ্খিত লক্ষ্যে পৌঁছেতে পারেনি।
পরবর্তীতে ১৯৯৬ সালে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি পায়। জননন্দিত মসজিদ ভিতি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজিতজিত মসজিদের ইমামগণ শিক্ষিত বেকার যুব সমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। করোনা কালীন সময় করোনা আক্রান্ত ব্যক্তিদের পাশে যখন আপন জনও ছিলনা তখন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রনের সাথে সম্পৃক্ত যারা তাদের নিয়ে মৃত্য ব্যক্তির দাফন কাফন টিম গঠন করা হয় এবং প্রতিটি টিম আন্তরিকতার সাথে দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে প্রকল্পটির মাধ্যমে প্রাক-প্রাথমিক, সহজ কোরান শিক্ষা ও বয়স্ক শিক্ষাসহ সারা দেশে মোট ৭৩ হাজার ৭শত ৬৮টি শিক্ষা কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে প্রতিবছর ২৪ লাখ ১৪ হাজার ২শত জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে আসছে।
উক্ত প্রকল্পের সুবিধাভোগী সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী এবং কত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের মানবিক দিক বিবেচনা করে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত জননন্দিত ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ এ প্রকল্পটি জাতীয় সার্থে রাজস্ব যাতে স্থানান্তর করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদ সংলগ্ন কার্যালয়ে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় মাওঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে, নাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ, ভালুকা উপজেলা শাখার সভাপতি হোসাইন মোঃ রাজিব। মো. আনোয়ার হোসেন মোল্লা, হাফেজ মাওঃ কুতুব উদ্দিন, হাফেজ হেলাল উদ্দিন, মাওঃ মুফতি মঞ্জুরুল হক কবির, মাওঃ আবুল বাশার সেলিম, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ মাওঃ তাজুল ইসলাম, মাওঃ মফিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, দোয়া পরিবেশন করেন মাওঃ শফি উদ্দিন, হাফেজ মাও: শারফুল ইসলাম, হাফেজ মাও: রকিবুল ইসলাম প্রমুখ।
এসময় হোসাইন মোঃ রাজিব বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ, ভালুকা উপজেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় মউশিক কল্যাণ পরিষদ, ভালুকা উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে ফুলেল তোরা দিয়ে বরণ করেন।