ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে এক শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি || || ৯:৪৪ অপরাহ্ণ ॥ মে ২৭, ২০২৩

বাগেরহাটের মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,মোংলা শিল্প এলাকার বালুর মাঠ ভরাটের কাজ করার সময় বজ্রপাতে ২ জন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা এনামুল শেখ কে উদ্ধার করে দিগরাজ ব্যাংক রোডের চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস জানান, নিহত এনামুল শেখ (৩৫) রামপালালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় গ্রামের মোঃ ফজিলত শেখের পুত্র। আহত মিলন শেখ (২২) মোংলার গোয়ালের মাঠ মোঃ রেজাউল শেখ এর পুত্র।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সামসুদ্দীন জানান, বজ্রপাতে একজন মরা গেছে। এ ঘটনার খবর পাওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।#

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com