ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

নাটোরে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি || ৪:৫৩ অপরাহ্ণ ॥ মে ২৭, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাটোর জেলা আওয়ামী লীগ ও সাংসদ শিমুলের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলাইপুরস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিশাল সামাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য রত্মা আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পৌর মেয়র উমা চৌধুরী জলি, আওয়ামী লীগ নেতা এড. সিরাজুল ইসলাম, সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে তার নিজ বাসভবনের থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীগের সাবেক সহসভাপতি শামসুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক দিলিপ কুমার , সাবেক উপ-দপ্তর সমম্পাদক আকরামুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান এহিয়া,সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব,সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি, সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, একই চেষ্টা ২১বার করা হয়েছিল। এখনো এই ষড়যন্ত্র অব্যাহত আছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের এই ষড়যন্ত্র স¤পর্কে সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রীর সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন ও সুশাসনের পথ পরিক্রমায় এই দেশ অচিরেই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। এই লক্ষ্য অর্জনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহযোগিতা দিয়ে যেতে হবে।
বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস ও উন্নয়ন বিমুখ কার্যক্রমও জনগণকে জানাতে হবে।#

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com