ঢাকা রবিবার, ১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

কাহালুতে জৈষ্ঠ্য মেলায় নাগরদোলা ভেঙ্গে পড়ে১০জন আহত

হারুনুর রশিদ কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ || ৯:৩৯ অপরাহ্ণ ॥ মে ২৭, ২০২৩

কাহালুতে এক দিনের জৈষ্ঠ্য মেলায় শেষ দিনে নাগরদোলা ভেঙ্গে পড়ে শিশু সহ ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ২৭ শে মে সকাল ১১টায় কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে।

কাহালু পৌর এলাকায় পাল্লাপাড়া গ্রামের উন্নয়ন কমিটি আয়োজনে গতকাল শুক্রবার কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের এই মেলা বসানো হয়। মেলা গতকাল শেষ হলেও আজ শনিবার সকালে স্কুল মাঠে নাগরদোলা সহ কিছু দোকানপাট খোলা ছিল। সকাল ১১ টার দিকে কালু উচ্চ বিদ্যালয় দক্ষিণ পাশে স্থায়ী মঞ্চের সামনে স্থাপন করা একটি নাগরদোলায় পাল্লাপাড়া গ্রামের শিশুসহ প্রায় ৩০ জন ওই নাগরদোলা ওঠেন। নাগরদোলা ঘোরানোর সময় হঠাৎ করে উপরে শ্যাপ্ট ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে নাগরদোলাটি মাটির উপর আসবে পরলে তাতে থাকা ৩০ জনের মধ্য ১০ জন আহত হয়। আহতদের মধ্য আল্লাহ পাড়া গ্রামের রিফাত ১৬ তামির ৯ সজীব ১৭ কালো উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্লাপাড়া গ্রামের খায়রুলের স্ত্রী রুমার ১৭ অবস্থা গুরুত্ব হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহত অন্যান্য হলেন পাল্লাপাড়া গ্রামের নুশারাত( ১৫)রাবেয়া( ২০)রাফি(১৫) গাইবান্ধা দারিয়াপুরের নাফি (১০) এদিকে ঘোটনার পর নাগরদোলার লোকজন নাগরদোলা ফেলে পালিয়ে যায় পালিয়ে যায়। কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাগরদোলাই আসলে অতিরিক্ত লোকজন ওঠানোর কারনে এই দুর্ঘটনা ঘোটেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com