ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৪:২০ অপরাহ্ণ ॥ মে ২৬, ২০২৩

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে জয়ধন মিয়া শান্ত(৩০) এবং হান্নান মিয়া (৩৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টায় শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাতে এসআই অলক বিহারী গুন, এসআই রাকিবুল হাছানসহ থানার একটি টিম শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের সাদ্দামের চায়ের দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

রাত ১১.৫০ টায় কমলগঞ্জ থেকে আসা একটি সিএনজি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির পেছনের সিটে বসা জয়ধন মিয়া শান্তর প্যান্টের পকেট থেকে বাদামি রংয়ের স্কচটেপ দিয়ে দিয়ে মোড়ানো ৬ টি নীল রঙের পলিথিনের প্যাক থেকে ২০০ পিস করে মোট ১২০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কমলগঞ্জ থানাধীন ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এবং সেগুলো বিক্রির জন্য শ্রীমঙ্গল নিয়ে আসছিল।

তিনি আরো বলেন, ‘আটককৃত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। জয়ধন মিয়া শান্তর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া’র নির্দেশনা মোতাবেক জেলাকে মাদকমুক্ত করতে শ্রীমঙ্গল থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে’।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com