ঢাকা শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

শ্রীমঙ্গলে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশান’ শীর্ষক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের তত্বাবধানে স্কিমের উদ্দেশ্য, স্কিমের অধীনে বিভিন্ন পুরস্কার, অনুদান বিষয়ে অবহিতকরন ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে দিক নির্দেশনামুলক এই কর্মশালা স্হানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে দিনব্যাপি অনু্ষ্ঠিত হয়।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ দীপ চাঁন কানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

কর্মশালায় মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসা সুপারসহ ১০০ জন শিক্ষক অংশগ্রহন করেন।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

 

ওয়েবসাইট: www.prothomdesh.com

 

উপদেষ্টা সম্পাদক