বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে চার হাজার পিস ইয়াবাসহ চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেছে। এসময় মিনারেল ওয়াটার বহনকারি কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতদের বৃহস্পতিবার (২৫ মে) সকালে আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠির মুরাসাতা এলাকার মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে কাভার্ডভ্যান চালক মো. আইয়ুব আলী হাওলাদার (৪৩)। ও সহযোগী মোড়লগঞ্জের দৈবজ্ঞহাটির খালকুলা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫)। এরমধ্যে মো. আইয়ুব আলী হাওলাদার বর্তমানে খুলনার গল্লামারি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, বুধবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপানে সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ উপজেলার টাউন-নওয়াপাড়া মোড়ে চেকপোষ্ট বসায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী মিনারেল ওয়াটার বহনকারি মেসার্স তাহসিন ট্রান্সপোর্ট এজেন্সী নামের কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। এরপর গাড়ির ভেতর তল্লাশী করে চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় চালক ও সহযোগিকে গ্রেপ্তার করে পুলিশ। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায়, এসআই ওহিদুর রহমান, এসআই বাদশা বুলবুল, এসআই আকরাম, এএসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই খলিলুর রহমান, এএসআই মোরতাজুল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
এ ব্যাপারে গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং -১৮। তাং- ২৪/৫/২৩।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।