বাউফলে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন

পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী সারা দেশের ন্যায় ৩ কোটি ২৮ লাখ টাকার ব্যায়ে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শুভ উদ্ধোধন করেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি ।
এরপর পর এমপি আ.স.ম ফিরোজ, উপজেলা নির্বাহী অফিসার আল আমিনের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম এর সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এর আগে তিনি বেলা ১১টার দিকে প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে বাউফল উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন। গণপুত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন,২০২৪ সালের ৩০জুন মসজিদ নির্মাণ কাজ শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান,এমপি’র এপিএস আনিচুর রহমান প্রমুখ ।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *