প্রবাস থেকে জন্মভূমি নড়াইলের লোহাগড়ায় ফিরেই দলীয় নেতা-কর্মী, সমর্থকদের অফুরন্ত ভালোবাসা জড়ানো ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রোমেল।
সূত্র জানায়, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক তরুণ ব্যবসায়ী সৈয়দ শফিকুর রহমান রোমেল। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক। নিরিবিলি পিকনিক স্পট ও স্বপ্নবিথী পার্কের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সৈয়দ মফিজুর রহমান এর ছেলে রোমেল। দীর্ঘদিন পরে রোমেল জন্মস্থান নড়াইলে ফিরে আসলেন। যেন জাগিয়ে তুললেন দলের তরুণদের।
আওয়ামী লীগের তরুণ নেতা সৈয়দ শফিকুর রহমান রোমেল এর আগমন উপলক্ষে সোমবার দুপুর থেকেই লোহাগড়ার লক্ষীপাশা এলাকায় দলের নেতা-কর্মী সমর্থকরা ভীড় করতে থাকেন। প্রায় তিন শতাধীক মোটরসাইকেলে ভক্ত-সমর্থকরা উল্লাস করতে করতে মিছিল সহকারে কালনা মধুমতি সেতুর টোল প্লাজায় অপেক্ষা করতে থাকেন। বিকাল ৫টার দিকে তরুণদের কাঙ্খিত নেতা রোমেল টোল প্লাজায় প্রবেশ করলে নেতা-কর্মী সমর্থকরা প্রিয় নেতাকে শ্লোগান ও ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন। নেতা-কর্মীরা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সহ রোমেলের নামে শ্লোগান দিতে দিতে মোটরসাইকেল শোভাযাত্রাকারে লক্ষীপাশায় ফিরে আসেন। এরপর লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রোমেল।
রোমেল বলেন, দীর্ঘদিন দেশের বাহিরে থাকলেও আওয়ামীলীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক পদে গুরু দায়িত্ব দিয়েছেন। দেশে ফিরেই প্রিয় সংসদ সদস্যর সাথে সাক্ষাত করেছি। তিনি লোহাগড়ার উন্নয়নে আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি সকল উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখবো। দলীয় নেতা-কর্মীদের তিনি ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবার আহবান জানান।