শ্রীমঙ্গল উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মো. আব্দুল মোমিন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল || ৯:২৮ অপরাহ্ণ ॥ মে ২২, ২০২৩
শ্রীমঙ্গল উপজেলায় ২০২৩ সালের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন শাহ মোস্তফা জামেয়া ইসলামিয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুল মোমিন। তিনি এবার ২য় বারের মত শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন। ইতিপূর্বে তিনি শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়েও শ্রেষ্ঠ শিক্ষক নিবাচিত হয়েছিলেন।
মো: আব্দুল মোমিন ২০০৬ সালে স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ স্কাউটে যোগদান কবেন। পরবর্তীতে ২০০৯ সালে স্কাউট লিডার এ্যাডভান্স কোর্স এবং ২০১০ সালে ঢাকায় স্কাউট লিডার স্কীল কোর্স সম্পন্ন করেন। ছাত্র জীবনে শ্রীমঙ্গল ডিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি ও ¯œাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে ২০০২ সালে বিপিত্রড ডিগ্রি লাভ করেন। স্কাউটিং জীবনে তিনি দুইবার কোর্স লিডার হিসেবে বিদ্যুৎ ক্যাম্প পরিচালনা করেন। উপজেলা স্কাউট সমাবেশে প্রশিক্ষক হিসেবে কাজ করেন।