পঞ্চগড়ে সপ্তাহব্যাপি ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে সদর উপজেলা ভ‚মি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
এ সময় সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬০ হাজার নথি সংরক্ষন করে আধুনিক নথিশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে ভূমি অফিস চত্বরে জনসচেতনতাম‚লক সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল কাদেরের সভাপতিত্বে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক আজাদ জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, সাংবাদিক সফিকুল আলম বক্তব্য প্রদান করেন। সভা শেষে সরকার কতৃক অধিগ্রহনকৃত জমির ২২ জন মালিককে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকার চেক, ই-নামজারি পর্চা এবং খাস জমি বন্দোবস্ত পাওয়া সাতজন নারী পুরুষকে দলিল তুলে দেন জেলা প্রশাসক। আগামি ২৮ মে পর্যন্ত স্টলগুলোতে জমির সব ধরনের নকল কপি, ই-নামজারি পর্চা, খারিজ খতিয়ানের আবেদন করে সাথে সাথে নকল কপি দেওয়া হবে।