প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি ও বিএনপি-জামাতের দেশব্যাপী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
সোমবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। এসময় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট, সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা ও আবু তোয়বুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল ও বিপেন চন্দ্র রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল প্রমূখ।