ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

নাটোরের লালপুরে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ওই সভাপতির অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

ওই ঘটনার প্রতিবাদ জানাতে তারা সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত বরমহাটি বাজার এলাকায় গোপালপুর-কলসনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।
সোমবার (২২মে) উপজেলার বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে লালপুর উপজেলা নির্বাহী শামীমা সুলতানা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থীদের দাবি পুরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে, তবে সভাপতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।
এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ গত রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ এর হাতে সহকারী শিক্ষক ফরহাদ হোসেন লাঞ্চিতের ঘটনা ঘটে। তবে ওই দিনই বিষয়টির আপোষ মিমাংসা করা হয়। কিন্তু শিক্ষার্থীরা তা মেনে নিতে পারেনি।

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: