শ্রীমঙ্গলে ৩৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল থানার এক অভিযানে গতকাল শনিবার (২০ মে) শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ির রোড থেকে ৩৫ পিস ইয়াবাসহ আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শনিবার বিকেল ৫ ঘটিকার সময় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডে অভিযান পরিচালনা করে আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরীকে আটক করেন।

এ সময় আটককৃত তাহমিদ চৌধুরী কামিলের পরনের প্যান্টের পকেট থেকে একটি কালো রঙের পলিথিনে মোড়ানো ৩৫ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত আবু জাফর মোঃ তাহমিদ চৌধুরী কামিল শ্রীমঙ্গল পৌরসভার গুহরোড এলাকার মৃত ফাত্তাহ আহমেদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

মাদক সংক্রান্ত এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আজ সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *