বন্যপ্রাণীর প্রতি মানুষের যে মমত্ববোধ বেড়েছে তার একটি ছোট্ট প্রমান পাওয়া গেল আজ। প্রাণীটিকে বাচাতে স্হানীয়রা শরনাপন্ন হন পু্লিশের।
শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ এলাকার এক বাসায় একটি লজ্জাবতী বানর ঢুকে পড়লে বাসার লোকজন প্রাণীটি দেখে একদিকে যেমন আতংকিত হয়ে পড়েন অন্যদিকে প্রাণীটিকে কি করবেন এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। পরে তারা শ্রীমঙ্গল থানায় এসে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের কাছে প্রাণীটির ঘটনা খুলে বলেন।
ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আমি ঘটনা শুনে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে ফোন করলে ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল শাহীবাগ ওই বাসায় গিয়ে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসেন।
পরে বিকাল ৪ টার দিকে লজ্জাবতী বানরটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
ওয়াইল্ডলাইফ রেঞ্জার শহিদুল ইসলাম জানান, লজ্জাবতী বানরটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। দু-তিন দিন অবজারভেশনে রেখে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করে দেয়া হবে।