শ্রীমঙ্গলে রাসায়নিক সারের অপচয়রোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা ও সুষম সার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের জামসী বøকের সাইটোলা গ্রামে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক মনফিক আহমদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. শামছুদ্দিন আহমদ, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এনায়েত উল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন।
ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুল হালিম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুকুর রহমান।