ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে-উপমন্ত্রী হাবিবুন নাহার
বাগেরহাট প্রতিনিধি || || ৪:২৪ অপরাহ্ণ ॥ মে ২১, ২০২৩
বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্ত বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য সরকার ভূমি আইন সহজীকরণ করেছে। স্মার্ট ভূমি সেবা চালু করেছে, ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে, যে কেউ অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন। নামজারি, নামপত্তন, অনলাইনে দাখিলা ও পর্চা বের করাসহ সকল সেবা ঘরে বসেই মিলছে। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যয়ে দক্ষ জনবল নিযোগের মাধ্যমে আপনাদের সেবা প্রদান করা হচ্ছে।
রবিবার (২১ মে) সকাল সাড়ে ৮ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন। রামপাল সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার এ কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূমি সেবা সপ্তাহের প্রবক্তা এ, কে এম শহিদুল ইসলাম, রামপাল সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তফা কামাল পলাশা, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোজাফ্ফর হোসেন, সুন্দরবন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, ছাত্রলীগ সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জমির মালিকগণ উপস্থিত ছিলেন।