কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালার হাট বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ভোধন করা হয়েছে।
রবিবার(২১মে)বালার হাট বাজারের সেকেন্দার আলী মার্কেটে সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে,ব্যাংক কর্মকর্তা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সকাল সাড়ে এগারোটায় সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন,বালার হাট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারী মশিউর রহমান দুদুল নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, আব্দুল হানিফ সরকার সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম,বালার হাট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ, তোফাজ্জল হোসেন চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ব্যবস্থাপক তানজির পারভেজ প্রমূখ। সিমান্ত এলাকায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট পেয়ে অনেক খুশি ওই এলাকার সাধারণ জনগণ।