ইসলামপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন-এমপি হোসনে আরা
জামালপুর প্রতিনিধি : || ৭:৫৯ অপরাহ্ণ ॥ মে ২১, ২০২৩
জামালপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতি গ্রস্ত এলাকা পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা করেছে জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা।
শনি ও রবিবার জেলার ইসলামপুর উপজেলার বড় দেলীপার, পূর্ব ভেংগুড়া, চিনাডুলী, পাথর্শী ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতি গ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ টাকা সহায়তা ও খোঁজ খবর নেন।
এসময় স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১৬মে মঙ্গলবার রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় । এতে শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বহু মানুষের ঘরবাড়ি ও ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষক হতাশায় পড়েছেন ।