ঢাকা বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ, ১৪৪৪ হিজরি

বিভাগসমূহ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের সময় আটক ২ জন

বাগেরহাট প্রতিনিধি।। || ১১:৪১ অপরাহ্ণ ॥ মে ২০, ২০২৩

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ২ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মো. নুরুল গাজী (৫২) ও খুলনার কয়রা এলাকার মো. আবুল মোড়ল (৪২)
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, শুক্রবার বিকালে সুন্দরবনের ঝাপসী টহল ফাঁড়ির ঝাপসী খালের আগায় বিষ দিয়ে ২ জেলে মাছ শিকার করছিল। এ সময় নিয়মিত টহলে থাকা ঝাপসি টহল ফাঁড়ির বনরক্ষীরা তাদের আটক করে। আটকের পর তাদের কাছ থেকে দুটি বিষের বোতল ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়।তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

%d bloggers like this: