ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিভাগসমূহ

পাটগ্রামে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি।। || ৭:৩২ অপরাহ্ণ ॥ মে ২০, ২০২৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে তুলসি রাণী (৪৬) নামে এক নারীসহ বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) দুপুরে লালমনিরহাট জিআরপি থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুলশি রানী উপজেলার জোংড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের সুবল চন্দ্রের স্ত্রী। তিনি একজন মানুষিক রোগি ছিলেন।

প্রত্যক্ষদর্শিরা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী একটি ট্রেন পাটগ্রাম স্টেশন থেকে ছেড়ে বুড়িমারীর দিকে যাচ্ছিল। যাওয়ার পথে শিমুলতলী এলাকায় পৌছুলে রেল লাইন পার হতে গেলে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়। পরে লালমনিরহাট থেকে জিআরপি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

জোংড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নিহত তুলসী রাণী গত ১ থেকে দেড় বছর হতে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধার পর হতে সে নিখোঁজ হয়। তাঁর স্বজনেরা বহু খুঁজেও তাঁকে পায়নি। পরদিন রেলে কাটা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।’

এদিকে শনিবার সাড়ে সকাল ৯টার দিকে পাটগ্রাম পৌরসভার পুরাতন কাঁচামাল বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

থানা পুলিশ জানায়, শনিবার সকালে পাটগ্রাম পৌরসভার পুরাতন কাঁচামাল বাজারের একটি কাঁচামালের দোকানে পণ্য রাখার সময় টিনের বেঁড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুকের মৃত্যু হয়। নিহত ওমর ফারুক পাটগ্রাম পৌরসভার ৮নং ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার মনর উদ্দিনের ছেলে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ট্রেনে কাটা পড়ে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রেনে কাটা পড়া নিহতের ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়টি জানানো হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তির লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

Print Friendly, PDF & Email

সম্পাদক ও প্রকাশক

মো: আক্কাছ আলী

বার্তা অফিস: ময়মনসিংহ, ভালুকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com

উপদেষ্টা সম্পাদক

শিকান্দার ফয়েজ

বার্তা অফিস: হাউজ নং: ১৩৫, শ্যামলাসী, টোটালিয়া পাড়া, সাভার ঢাকা

ওয়েবসাইট: www.prothomdesh.com

ইমেইল: prothomdeshbd@gmail.com