পঞ্চগড়ে চালু হতে হচ্ছে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র
পঞ্চগড় প্রতিনিধি || ৯:২৪ অপরাহ্ণ ॥ মে ২০, ২০২৩
পঞ্চগড়ের চা সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি অবশেষে পুরণ হতে চলেছে। আগামী মাসে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী ৪ জুন জাতীয় চা দিবসে আনুষ্ঠানিকভাবে এই নিলাম কেন্দ্র উদ্বোধন হওয়ার কথা রয়েছে। পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে চা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য জানান।
স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওই সভার আয়োজন করে। অ্যাসোসিয়েশন সভাপতি আমিরুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চা চাষী আনোয়ার সাদাত সম্রাট, কাজী অ্যান্ড কাজী টি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সোয়াইব আহমেদ, রুপসী বাংলা টি ব্রোকার্সের সৈয়দ মুনিম, চা বাজারজাতকারী হিমালয় সতেজ টির ব্যবস্থাপনা পরিচালক ফোরাত জাহান সাথী ও সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ।
সভার শুরুতেই পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন মূল প্রবন্ধে জানান, গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা উৎপাদিত হয় উত্তরের সমতলের চা অঞ্চলে। প্রস্তাবিত দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পরিচালনার জন্য ১২ টি ব্রোকার হাউজ ও ৮ টি ওয়্যার হাউজ আবেদন করেছে। এর মধ্যে পাঁচটির অনুমোদন দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, পঞ্চগড়ে আগামী মাসে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর সম্ভাবনা রয়েছে। এটি চালু হলে বায়াররা আরো ফ্রেশ চা কিনতে পারবে। তরুণদের কর্মসংস্থান হবে। পরিবহণ খরচ কমবে। এতে করে কাঁচা চা পাতার দাম বাড়বে। শুরুতে অনলাইনে নিলাম পরিচালিত হবে। ফলে বায়ারদের খরচ কমে আসবে। সামগ্রিকভাবে এখানকার চাযের মান উন্নয়নে বড় ধরণের ভূমিকা রাখবে।